কলাপাড়ায় মটরসাইকেল সংঘর্ষে আহত ৬ পর্যটক

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় মটরসাইকেল সংঘর্ষে আহত ৬ পর্যটক
শনিবার ● ১৮ মে ২০১৯


কলাপাড়ায় মটরসাইকেল সংঘর্ষে আহত ৬ পর্যটক

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

কলাপাড়ায় দুই মটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে ৬ জন পর্যটক। শনিবার (১৮ মে) বেলা ১১টায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মোহাম্মদ পুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ছয় জনকেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে।
স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে মটরসাইকেল যোগে তিন পর্যটক বাড়ি ফেরার উদ্দেশ্য রওয়ানা হয়। আর বরিশাল থেকে মটরসাইকেল যোগে অন্য তিন পর্যটক কুয়াকাটায় আসছিল। পথিমধ্যে কলাপাড়া-কুয়াকাটা মহসড়কের মোহাম্মদ পুর নামক স্থানে পৌছলে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর জখম হয় কুয়াকাটা থেকে বাড়ি ফেরা বামনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি (২২), বামনা উপজেলার গিয়াস (৩৮), মটরবাড়িয়া উপজেলার রাকিব(২৬)। এছাড়া বরিশাল থেকে কুয়াকাটা আসার পথে গুরুতর জখম হন বরিশাল সদরের বাটিখানা এলাকার মিলন (১৯), কাউনিয়া এলাকার ছানি (১৮) ও মুলাদি থানার প্যাদার হাট এলাকার রাকিব (২০)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. কামরুজ্জামান জানান, আহত সবার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে রেফার করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পুলিশ দুর্ঘটনা স্থল পরিদর্শন করেছে। মটরসাইকেল দুটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৩:১৯ ● ৩৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ