ওআইসি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

প্রথম পাতা » জাতীয় » ওআইসি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে সৌদি বাদশাহর আমন্ত্রণ
বৃহস্পতিবার ● ১৬ মে ২০১৯


ওআইসি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

ঢাকা সাগরকন্যা অফিস॥

মুসলিম দেশগুলোর জোট ওআইসির ১৪তম সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়ার সম্মতি দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম। জুন মাসের শুরুতেই সৌদি আরবের মক্কায় বসবে ওআইসির ১৪তম সম্মেলন।
প্রেস সচিব জানান, বৃহস্পতিবার (১৬ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাদশাহর আমন্ত্রণপত্র পৌঁছে দেন বাংলাদেশে সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ওমর সালেম ওমর। সৌদি বাদশাহ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন। প্রেস সচিব বলেন, আমন্ত্রণের জন্য সৌদি বাদশাহকে ধন্যবাদ জানিয়ে সামিটে অংশ নেওয়ার সম্মতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সৌদি-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বর্তমানে দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্ক থাকার কথা বলেন শেখ হাসিনা। বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বলে এ সময় উল্লেখ করেন তিনি। একই কথা বলেন সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩২:০৮ ● ৪৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ