বানারীপাড়ায় মন্দিরের মুর্তী ভাঙ্গার অভিযোগ

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় মন্দিরের মুর্তী ভাঙ্গার অভিযোগ
বুধবার ● ৮ মে ২০১৯


---

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়ায় কালি মন্দিরের মুর্তী ভেঙ্গে ফেলার অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার উপজেলার মুরারবাড়ি গ্রামের ইন্দ্র ভূষনের বাড়ি সংলগ্ন কালি মন্দিরের সভাপতি সুকদেব সমদ্দার এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, ৭ মে সন্ধ্যা ৬টায় মুরারবাড়ি গ্রামের ইন্দ্র ভূষনের বাড়ি সংলগ্ন কালি মন্দিরের সভাপতি সুকদেব সমদ্দার মন্দিরে সন্ধ্যা পূজা দিতে যান। এ সময় তিনি মন্দিরে প্রবেশ করেই কালির মাথা ও দু’হাত ভাঙ্গা অবস্থায় মাটিতে পরে থাকতে দেখতে পান। এ সময় তিনি ওই ঘটনাটি প্রথমে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ সকলকে জানানোর পাশপাশি থানা পুলিশকেও অবহ্নিত করেন। বাধী সুকদেব সমদ্দারের ধারণা দূর্বৃত্তরা ৬ মে রাতের যে কোন সময় ওই মন্দিরে প্রবেশ করে কালির মাথা ও দু’হাত ভেঙ্গে ফেলেছে। এ ঘটনায় বুধবার দুপুরে ওই মন্দির কমিটির সভাপতি সুকদেব সমদ্দার বাদী হয়ে অজ্ঞাত দূর্বৃত্তদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওসি খলিলুর রহমান ওই অভিযোগটি তদন্ত করার জন্য লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি খন্দকার আবুল খায়েরকে নির্দেশ দিয়েছেন। তদন্ত কর্মকর্তা আবুল খায়ের বুধবার বিকেলে সরেজমিনে তদন্ত করে জানতে পারেন, সেখানের সকল মানুষের মধ্যে সম্প্রিতির কোন অভাব নেই। তারা যে কোন অনুষ্ঠানে হিন্দু-মুসলিম একত্রেই আনন্দ উৎসব করে থাকেন। তার ধারণা, এক শ্রেণীর ফকির থাকতে পারে, যারা মানুষের খ্যাতি লোকসান করার জন্য অমাবশ^্যার রাতে কালি মূর্তীর কোন একটা কিছু চুরি করে কাজে লাগাতে পারে। এ ক্ষেত্রে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়েজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:২৮ ● ৫৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ