শূন্য ঘোষিত বগুড়া-৬ আসনে ভোট ২৪ জুন

প্রথম পাতা » জাতীয় » শূন্য ঘোষিত বগুড়া-৬ আসনে ভোট ২৪ জুন
বুধবার ● ৮ মে ২০১৯


শূন্য ঘোষিত বগুড়া-৬ আসনে ভোট ২৪ জুন

ঢাকা সাগরকন্যা অফিস॥

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য ঘোষিত বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনের ভোট হবে আগামি ২৪ জুন। আর ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বুধবার (৮ মে) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য দেন। এসময় তিনি বলেন, বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ হবে ২৪ জুন, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই ২৭ মে, প্রার্থিতা প্রত্যাহার ৩ জুন ও প্রতীক বরাদ্দ ৪ জুন।
ইসি সচিব বলেন, এ আসনের উপ-নির্বাচনে সম্পূর্ণভাবে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আর ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ ক্ষেত্রে এক ঘণ্টা সময় পেছানো হয়েছে। বগুড়া-৬ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্বাচিত হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ গ্রহণ না করায় তার আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এ পরিপ্রক্ষিতে আসনটিতে ২৪ জুন উপ-নির্বাচনের তফসিল দেয় ইসি।
সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত পাঁচজন সংসদ সদস্য নানা নাটকীয়তার পর শপথ নিলেও দলটির মহাসচিব ফখরুল নেননি। নানা নাটকীয়তার মধ্যে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেওয়ার পর ফখরুল দুটি আসনে ভোটের লড়াইয়ে নেমেছিলেন। নিজের জেলা ঠাকুরগাঁও-১ আসনে তিনি হারলেও বিজয়ী হন দলীয় প্রধান খালেদা জিয়ার আসন বগুড়া-৬ এ। বগুড়ার আসনে ধানের শীষ প্রতীকের ফখরুলের সঙ্গে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ওই আসনে মহাজোট থেকে প্রার্থী ছিলেন জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর। ৩০ ডিসেম্বরের ওই নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট পুনর্নির্বাচনের দাবি তোলে। সেই সঙ্গে ঘোষণা দেয়, তাদের জোট থেকে বিজয়ীরা শপথ নেবেন না। কিন্তু কিছু দিন পর ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী গণফোরামের দুজন শপথ নেন; আর ২৫ এপ্রিল বিএনপির একজন শপথ নিলেও আগের সিদ্ধান্তেই থাকার কথা জানিয়েছিল বিএনপি। কিন্তু ২৯ এপ্রিল আরও চারজন শপথ নেওয়ার পর ফখরুল বলেছিলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওই চারজন শপথ নিয়েছেন। একদিন পর বিএনপি মহাসচিব জানান, তিনি সংসদে যাচ্ছেন না। পরদিন স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে ফখরুলের আসনটি শুন্য হওয়ার ঘোষণা দেন।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০৬:৩২ ● ৩১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ