আমতলী ঘূণিঝড় ফণী দূর্গতদের মাঝে চাল বিতরণ

প্রথম পাতা » বরগুনা » আমতলী ঘূণিঝড় ফণী দূর্গতদের মাঝে চাল বিতরণ
মঙ্গলবার ● ৭ মে ২০১৯


---

আমতলী সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার আমতলী উপজেলায় ঘূর্ণিঝড় ফণী দূর্গত ১ হাজার ৭’শ ৫০ পরিবারের মাঝে চাল বিতরন করা হয়েছে। মঙ্গলবার পরিবার প্রতি ২০ কেজি করে চাল বিতরন করা হয়।
জানাগেছে, ঘূর্ণিঝড় ফণীর আঘাতে আমতলী উপজেলায় সহস্রাধিক পরিবার আশিংক ক্ষতিগ্রস্থ হয়। ওই ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও  ত্রাণ মন্ত্রনালয় ৩৫ মেট্রিকটন চাল বরাদ্দ করে। মঙ্গলবার ওই বরাদ্দকৃত চাল উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার ৭’শ৫০ পরিবারের মাঝে ২০ কেজি করে বিতরন করা হয়।
চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাঁদল খান বলেন, বরাদ্দকৃত চাল ক্ষতিগ্রস্থ ২’শ১৯ পরিবারের মাঝে বিতরন করা হয়েছে।
আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন বলেন, ঘূর্ণিঝড় ফণী কবলিত ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ৩৫ মেট্রিকটন বরাদ্দকৃত চাল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় দেয়া হয়েছে।  চেয়ারম্যানরা ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিতরণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৩৮ ● ৪৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ