রাবনাবাদ পাড়ের বিধ্বস্ত বেড়িবাঁধ মেরামতের নির্দেশ প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » লিড নিউজ » রাবনাবাদ পাড়ের বিধ্বস্ত বেড়িবাঁধ মেরামতের নির্দেশ প্রতিমন্ত্রীর
রবিবার ● ৫ মে ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
পায়রা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে রাবনাবাদ পাড়ের চারিপাড়ার বিধ্বস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামতের নির্দেশ দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। রবিবার দুপুরে ঘুর্ণিঝড় ফণী’র প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে পানিবন্দী রাবনাবাদ মোহনার চারিপাড়া বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করে তিনি এ নির্দেশ দিলেন। পায়রা বন্দর কর্তৃপক্ষের অধিগ্রহণকৃত চারিপাড়া এলাকায় বিধ্বস্ত এ বেড়িবাঁধ সেখানকার সাত গ্রামের মানুষের স্থায়ী দুর্যোগে পরিণত হয়েছে। এখন এসব গ্রামের মানুষ পানিবন্দী হয়ে চরম দূর্ভোগে পড়েছেন। পায়রা বন্দর ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত উদ্যোগের অভাবে ওই বেড়িবাঁধ মেরামত করা হয়নি। যার আজ রবিবার সমাধান হলো। এবছর বর্ষা মৌসুমের আগেই বিধ্বস্ত এ বেড়িবাঁধ জরুরি মেরামতের উদ্যোগ নিলেন মন্ত্রী জাহিদ ফারুক শামীম। তাঁর সফরসঙ্গী হিসেবে পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন যুগ্মসচিব মহিউদ্দিন আহম্মেদ খান, পাউবোর বরিশাল অঞ্চলের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার, পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, পাউবোর পটুয়াখালীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান, কলাপাড়ার উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, ইউএনও মো. তানভীর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর এ নির্দেশণা বাস্তবায়ন হলে অন্তত দীর্ঘ ছয় বছর পর রাবনাবাদ পাড়ের প্রায় তিন হাজার কৃষক পরিবার পানিবন্দী দশা থেকে রেহাই পাবেন। পারবেন আমনের আবাদ করতে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:২২ ● ৪৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ