ঘূর্ণিঝড় ফণী: তিন দিন পর নৌ চলাচল শুরু

প্রথম পাতা » জাতীয় » ঘূর্ণিঝড় ফণী: তিন দিন পর নৌ চলাচল শুরু
রবিবার ● ৫ মে ২০১৯


ঘূর্ণিঝড় ফণী: তিন দিন পর নৌ চলাচল শুরু

ঢাকা সাগরকন্যা অফিস॥

ঘূর্ণিঝড় ফণীর কারণে তিন দিন বন্ধ থাকার পর সারা দেশে সব ধরনের নৌ চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ)পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন কবির জানান, রবিবার (৫ মে) সকাল ৬টা ৫ মিনিট থেকে নৌযান চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়। এরপর সকাল সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা সদরঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চ সোনারতরী।
অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ফণী বাংলাদেশ উপকূলের ৯১৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে যাওয়ার পর আবহাওয়া অধিদপ্তর সতর্কতার মাত্রা বাড়িয়ে মোংলা, পায়রা ও চট্টগ্রাম বন্দরে বিপদ সংকেত জারি করলে বৃহস্পতিবার বেলা সাড় ১১ টা থেকে অভ্যন্তরীণ নৌপথেও চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ। ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে আসার পর শনিবার বাংলাদেশে প্রবেশ করে এবং বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পরিণত হয় স্থল নিম্নচাপে।
এরপর বিপদ সংকেত নামিয়ে সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবংনদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর। বিআইডাব্লিউটিএ-এর পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন কবির বলেন, এক নম্বর সতর্কতা সংকেত থাকলেও তাতে নৌযান চলাচলে বাধা নেই।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৮:১৮ ● ৩০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ