ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নিহতদের পরিবারকে অর্থ সহায়তার নির্দেশ

প্রথম পাতা » বরিশাল বিভাগ » ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নিহতদের পরিবারকে অর্থ সহায়তার নির্দেশ
শনিবার ● ৪ মে ২০১৯


ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নিহতদের পরিবারকে অর্থ সহায়তার নির্দেশ

বরিশাল সাগরকন্যা অফিস॥

 বরিশাল বিভাগে ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে তিনজন নিহত হয়েছেন। তাদের প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিক অর্থ সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৪ মে) দুপুরে বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস সাংবাদিকদের জানান, শুক্রবার (৩ মে) রাতে ঝড়ে বরগুনার পাথরঘাটা উপজেলায় গাছচাপায় দুই জন এবং ভোলা সদরে একজনসহ মোট তিনজন নিহত হয়েছেন। তিনি জানান, নিহতদের পরিবারকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়ার জন্য স্ব স্ব জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় চারটি গ্রাম এবং কলাপাড়া উপজেলায় পাঁচটি গ্রাম বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা বাগদা বেরিবাঁধের ১৫ মিটার ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামত করা হয়।
এদিকে শুক্রবার রাত আড়াইটায় ৭৬ কিলোমিটার বেগে বরিশালসহ উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। দুপুর ১২টা পর্যন্ত ৮২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে স্বাভাবিকের চেয়ে নদীতে পানি বেড়েছে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫৯:২৯ ● ৪৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ