ঘূর্ণিঝড় ফণী দশমিনায় স্কুল মসজিদ ও বসতঘর বিধবস্ত

প্রথম পাতা » সর্বশেষ » ঘূর্ণিঝড় ফণী দশমিনায় স্কুল মসজিদ ও বসতঘর বিধবস্ত
শনিবার ● ৪ মে ২০১৯


প্রতীকী ছবি

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর দশমিনায় ঘূর্ণিঝড় ফনির আঘাতে উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় শতাধিক স্কুল, মসজিদ ও বসতঘর বিধবস্ত হয়েছে এবং চরাঞ্চলসহ নদীর তীরবর্তী এলাকা অতিবৃষ্টিও জোয়াড়ের পানিতে প্লাবিত হয়েছে বলে জানা যায়।
উপজেলার ত্রান ও পূর্নবাসন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় শুক্রবার গভীররাতে ঘূর্নিঝড় ফনির আঘাতে শতাধিক স্কুল, মসজিদ ও বসতঘর বিধবস্ত হয়েছে। এছাড়া রবিশষ্য মুখডাল, চিনা বাদাম, মরিচ, মিষ্টি আলু, ফেলেনডাল ও বিভিন্ন প্রজাতের গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার শুভ্রা দাস বলেন, উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় শতাধিক স্কুল, মসজিদ ও বসতঘর বিধবস্ত হয়েছে এবং চরাঞ্চলসহ নদীর তীরবর্তী এলাকা অতিবৃষ্টিও জোয়াড়ের পানিতে প্লাবিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:২৯ ● ৫৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ