ঘূর্ণিঝড় ‘ফণী’ দু’দিন ধরে কাউখালী থেকে লঞ্চ চলাচল বন্ধ

প্রথম পাতা » পিরোজপুর » ঘূর্ণিঝড় ‘ফণী’ দু’দিন ধরে কাউখালী থেকে লঞ্চ চলাচল বন্ধ
শুক্রবার ● ৩ মে ২০১৯


---

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতে নদী উপকূলীয় এলাকায় ক্ষতির আশঙ্কায় কাউখালী-বরিশাল-ঢাকা,কাউখালী-স্বরুপকাঠী-ঢাকা ও কাউখালী-মোংলা-খুলনা নদীপথের লঞ্চ, স্টীমার, মালবাহী কোস্টার, ট্যাংকারসহ সব ধরনের চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার বেলা ১২টা হতে বন্ধ রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র  নৌ-ট্রাফিক অফিস।
অপরদিকে,ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় কাউখালী উপজেলায় প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে পাচঁটি ইউনিয়নে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করেছে। প্রশাসনের পক্ষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে এবং  আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ দিকে শুক্রবার ফণীর প্রভাবে কাউখালীর সন্ধ্যা ও কচাঁ নদীতে জোয়ারের উচ্চতা বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০৬:৩৬ ● ৩৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ