রাঙ্গাবালীতে ট্রলার ডুবে নিখোঁজ ১২ জেলে উদ্ধার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » রাঙ্গাবালীতে ট্রলার ডুবে নিখোঁজ ১২ জেলে উদ্ধার
বৃহস্পতিবার ● ২ মে ২০১৯


রাঙ্গাবালীতে ট্রলার ডুবে নিখোঁজ ১২ জেলে উদ্ধার

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

ঘূর্ণিঝড় ফণির প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার একটি ট্রলারের নিখোঁজ ১২ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রামের ডুবে যাওয়া ট্রলার মালিক জামাল শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
জামাল শিকদার বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় জাল টেনে সাগর থেকে জেলেরা ট্রলার নিয়ে নিরাপদে ফিরছিল। এমন মুহূর্তে প্রচ- ঢেউয়ের তোড়ে টনপাইপ ফেটে গিয়ে পানি ঢুকে ১২ জেলেকে নিয়ে ট্রলারটি ডুবে যায়। এসময় জেলেদের ডাক-চিৎকার শুনে অন্য জেলে ট্রলার এসে তাদেরকে উদ্ধার করে। আর ডুবে যাওয়া ট্রলারটি অন্য ট্রলারের সহায়তায় টেনে ডুবোচরের উপরে উঠিয়ে রাখা হয়।
তবে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ভাটা থাকায় ট্রলারটি ডুবোচরে আটকে আছে। জোয়ার হলে ট্রলারটিকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হবে।
এ ব্যাপারে বিকেল সাড়ে ৪টায় চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুদেব হাওলাদার বলেন, ‘ঢেউরে চাপে ট্রলারের টনপাইপ ফেটে পানি ঢুকে জেলেদের নিয়ে ডুবে যায়। পরে অন্য ট্রলার এসে ১২ জেলেকে উদ্ধার করে। তবে ভাটা থাকায় এখনও ট্রলারটি তীরে আনা যায়নি।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৪৫ ● ১২৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ