কলাপাড়ায় জলোচ্ছ্বাসের শঙ্কায় নয় গ্রামের মানুষ

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় জলোচ্ছ্বাসের শঙ্কায় নয় গ্রামের মানুষ
বৃহস্পতিবার ● ২ মে ২০১৯


কলাপাড়ায় জলোচ্ছ্বাসের শঙ্কায় নয় গ্রামের মানুষ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

যেন তেন জলোচ্ছ্বাস হলেই সর্বনাশ হবে লালুয়ার চারিপাড়াসহ অন্তত নয় গ্রামের মানুষের। এমনিতেই রাবনাবাদ পাড়ের প্রায় ছয় কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত। তার ওপরে দেড় কিমির অস্তিত্ব নেই। অন্তত আড়াই হাজার পরিবারের ভোগান্তির শেষ নেই। বাড়িঘরে পর্যন্ত থাকতে পারছেনা। বর্ষা মৌসুমে চলাচল করতে পারে না। সিডরে বিধ্বস্তের পর থেকে এ ভোগান্তি সেখানকার মানুষের।
তাই যেন তেন জলোচ্ছ্বাসে ডুবে যাবে চারিপাড়া, নয়াকাটা, চৌধুরীপাড়া, ছোট পাঁচ নং, বড় পাঁচ নং, মাঝের হাওলা, পশুরবুনিয়া গ্রামের মানুষের বাড়িঘর সব। এমন ভয়াল শঙ্কায় ওই এলাকার মানুষ। চারিপাড়া গ্রামটি অনেক বড়। প্রায় চার শ’ পরিবারের বসতি। একটি মাত্র সাইক্লোন শেল্টার। তাও জলোচ্ছ্বাস হানা দিলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবেন মানুষ। গ্রাসী রাবনাবাদের নজরও ওই আশ্রয় কেন্দ্র কাম স্কুলটির দিকে। কবে গিলে খাবে। তাই সাত নম্বর সতর্ক সঙ্কেত দেয়ার পর থেকেই এসব গ্রামের মানুষের ভয় যেন বেশি। এদের মুখ ফ্যাকাশে হয়ে আছে। সামান্য ঝড়ের সঙ্গে যেন তেন জলোচ্ছ্বাসে তাদের জীবন ও সম্পদ হানির প্রবল শঙ্কা রয়েছে। তাই এসব মানুষকে শুক্রবার বিকেলের মধ্যে আশ্রয় কেন্দ্রে নেয়া জরুরি প্রয়োজন বলে মনে করছেন সেখানকার সচেতন মানুষগুলো।
এলাকার সাবেক মেম্বার রাবনাবাদ পাড়ের বাসিন্দা মজিবর হাওলাদার জানান, বাঁধ রাস্তাঘাট নাই। সামান্য পানি হলেই সর্বনাশ। কেউ আশ্রয়কেন্দ্রে যাইতে পারবে না। ভয়ে আছি সবাই।

 

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪২:৪৬ ● ৬০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ