বানারীপাড়ায় ঘুর্ণি ঝড় ফণীর সতর্ক বার্তা জারী

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় ঘুর্ণি ঝড় ফণীর সতর্ক বার্তা জারী
বৃহস্পতিবার ● ২ মে ২০১৯


বানারীপাড়ায় ঘুর্ণি ঝড় ফণীর সতর্ক বার্তা জারী

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘুর্ণি ঝড় ফনির কবল থেকে রক্ষা পেতে সর্বত্র সতর্ক বার্তা জারী করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) বিকেলে উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ও নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের নেতৃত্বে পৌর শহর ও ৮টি ইউনিয়নের সকল জনগনকে সতর্ক করার জন্য মাইকিং করার পাশাপশি নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার জন্য পুলিশ প্রশাসন ও স্কাউট’র সদস্যদের দিয়ে বলানটিয়ার সার্ভিস চালু করা হয়েছে।
এছাড়াও  উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রাণ ও দূযোগ মন্ত্রণালয়ের অধিনে ক্ষতিগ্রস্থ এলাকায় জরুরী সাহায্য সর্বরাহ করার জন্য একটি কন্টোল রুম চালু করা হয়েছে বলে ইউএনও জানান।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১২:০৬ ● ৫৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ