দূর্যোগ ব্যবস্থা কমিটির জরুরি সভা পায়রা বন্দরসহ উপকূলজুড়ে ঘুর্ণিঝড় ফণি আতঙ্ক

প্রথম পাতা » পায়রা বন্দর » দূর্যোগ ব্যবস্থা কমিটির জরুরি সভা পায়রা বন্দরসহ উপকূলজুড়ে ঘুর্ণিঝড় ফণি আতঙ্ক
বুধবার ● ১ মে ২০১৯


প্রতীকী ছবি

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
ঘর্ণিঝড় ফণির প্রভাবে কলাপাড়ার পায়রা বন্দর, কুয়াকাটাসহ তৎসংলগ্ন এলাকায় দক্ষিণের দমকা বাতাস বইছে। সেই সঙ্গে আজ দুই দফা হাল্কা বৃষ্টিপাত হয়েছে। প্রচন্ড গরম পড়ছে। চার নম্বর সতর্ক সঙ্গেত দেখিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে বিকেল পাঁচটায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি এক জরুরি সভা করেছে। যেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সরকারি সকল কর্মকর্তাদের সাপ্তাহিক ছুটি স্থগিত করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদে আশ্রয় নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কলাপাড়া-মৌডুবি-রাঙ্গাবালী রুটে সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভার নির্দেশ দেয়া হয়েছে। সকল সাইক্লোন শেল্টার, স্কুল-কলেজ ভবন প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেডিকেল টিম গঠন করা হয়েছে। রেডক্রিসেন্ট এর ১৫৮ ইউনিটকে পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। বেড়িবাঁধের বাইরের এবং বিধ্বস্ত জনপদ লালুয়ার চারিপাড়া, ধানখালীর দেবপুরসহ নিজামপুর এলাকার জনগণকে বিশেষ সতর্ক থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান। এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ এনজিও কর্মকর্তাগণ, রেডক্রিসেন্ট সোসাইটির টিম লিডারগণ উপস্থিত ছিলেন। ঘুর্ণিঝড় ফণি আঘাত হানতে পারে এমন শঙ্কায় পায়রা বন্দরসহ তৎসংলগ্ন এলাকার মানুষের মধ্যে এক ধরনের উৎকন্ঠা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮:০০:০০ ● ২০৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ