রাঙ্গাবালীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ক জনসচেতনতামূলক সভা

প্রথম পাতা » সর্বশেষ » রাঙ্গাবালীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ক জনসচেতনতামূলক সভা
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯


---

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পর্যয়ে জনসচেতনতামূলক সভা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমানের সভাপতিত্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও জনসচেতনতামূলক বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও ভার্কের উপজেলা প্রকল্প সমন্বয়কারী মোহসিন তালুকদার ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা রিপন খন্দকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ধীমান মজুমদার, দৈনিক যুগান্তর ও একাত্তর টেলিভিশনের উপজেলা প্রতিনিধি কামরুল হাসান, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, এলজিইডির উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির, ভার্কের উপজেলা  প্রকল্প কর্মকর্তা সোনিয়া আক্তার ও ভার্কের কর্মকর্তা তারেক হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:২২:৫১ ● ৪৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ