দশমিনায় টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯


---

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর দশমিনায় উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কমকর্তা, জনপ্রতিনিধি,  এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও ধর্মীয় প্রতিনিধির সমন্বয়ে উপজেলা পরিষদের মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শওকত। উপস্থিত ছিলেন, দশমিনা থানা ওসি এস এম জালাল উদ্দিন।  প্রশিক্ষনে ৮টি গ্রুপে ১০জন করে মোট ৮০জন অংশ গ্রহন করেন।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৪৩ ● ৪৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ