কলাপাড়ায় দিন দুপুরে শেখ কামাল সেতুতে আড়াইলাখ টাকা ছিনতাই, জখম দুই

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় দিন দুপুরে শেখ কামাল সেতুতে আড়াইলাখ টাকা ছিনতাই, জখম দুই
সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কলাপাড়ায় শেখ কামাল সেতুর উপরে অভিনব কায়দায় দুই লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে। সোমবার বিকেলের এ ঘটনায় মানুষ শঙ্কিত হয়ে আছে। চলন্ত মোটর সাইকেলে বিপরীত দিক থেকে ছিনতাাইকারীর ছুরির আঘাতে শ্রমিক লীগ নেতা নাহিদ আকন ও তার ভাইয়ের ছেলে ইব্রাহিম আকন গুরুতর জখম হয়েছে। তাদেরকে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাহিদ জানান, কলাপাড়ায় হাট-বাজারের ইজারার টাকা জমা দেয়ার জন্য মহিপুর থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন। শেখ কামাল সেতুর টোল পয়েন্ট অতিক্রম করে সামনে গেলেই বিপরীত দিক থেকে দু’টো মোটরসাইকেলে চারজনে ক্রস করার সময় চাকু দিয়ে আঘাত করে টাকার প্যাকেটটি নিয়ে সটকে পড়ে। প্রকাশ্য দিনের বেলা এমন ছিনতাইয়ে তারা হতবাক বনে যায়। ছুরির আঘাতে নাহিদ ও তার ভাইয়ের ছেলে গুরুতর জখম হয়েছেন। দুজনকেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:৫১ ● ৯৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ