গলাচিপা মহিলা মেম্বরের ওপর হামলা!

প্রথম পাতা » সর্বশেষ » গলাচিপা মহিলা মেম্বরের ওপর হামলা!
সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯


---

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
গলাচিপা উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মোসাঃ লাইলি বেগমকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ইউপি সদস্যা গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের কামাড় হাওলা গ্রামের মোঃ ফখরুল ইসলামের স্ত্রী ৪,৫,৭নং ওয়ার্ডেও মহিলা ইউপি সদস্যা লাইলি বেগম (৩৮) পারিবারিক রাস্তা করতে গেলে স্থানীয় কালাম শরিফ ও তার স্ত্রী তাছলিমা আক্তার শিরিনা অর্তকিত হামলা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ সোমবার সকালে রির্চাড ওরফে স¤্রাট ও তার বাবা কালাম শরিফ এবং মা তাছলিমা আক্তার শিরিনাসহ ৬/৭ জন ইউপি সদস্যকে তার বসত বাড়ীর মধ্যে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল ছুটে এলে হামলাকারীরা সটকে পড়ে।
এ ঘটনায় আহত লাইলি বেগম বাদী হয়ে গলাচিপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:২৭:৪২ ● ৪২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ