আবেদন খারিজ, মওদুদের দুর্নীতির মামলার কার্যক্রম চলবে

প্রথম পাতা » রাজনীতি » আবেদন খারিজ, মওদুদের দুর্নীতির মামলার কার্যক্রম চলবে
সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯


আবেদন খারিজ, মওদুদের দুর্নীতির মামলার কার্যক্রম চলবে

ঢাকা সাগরকন্যা অফিস॥

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মওদুদ আহমদের করা আবেদন সোমবার (২৯ এপ্রিল) শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান। আদালতে মওদুদ আহমদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান বলেন, এ মামলা ঢাকার একটি আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। অনেকগুলো সাক্ষীর সাক্ষ্যগ্রহণও হয়ে গেছে। এর মধ্যে ৩১ মার্চ ওনার (মওদুদ আহমদ) একটি পিটিশনের অনুলিপি পেয়েছি। যেখানে তিনি বলছেন- হাইকোর্টে তার ফিনান্সিয়াল বিষয়ে মামলা আছে। সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলার কার্যক্রম বন্ধ রাখতে। বিগত ৪ মার্চ বিচারিক আদালত এ আবেদন নাকচ করলে তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন। যেটি ০৮ এপ্রিল সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর বিরুদ্ধে তিনি আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছিলেন। আপিল বিভাগের চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে ৬ মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবারও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। কোনো স্থগিতাদেশ না হওয়ায় সেটি গ্রহণে কোনো বাধা নেই। জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে দুদক। এই মামলায় গেল বছরের ২১ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৫:০৮:৩২ ● ৩৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ