স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন ওবায়দুল কাদের

প্রথম পাতা » রাজনীতি » স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন ওবায়দুল কাদের
রবিবার ● ২৮ এপ্রিল ২০১৯


স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন ওবায়দুল কাদের

ঢাকা সাগরকন্যা অফিস॥

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রায় স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন। অর্থাৎ আগের চেয়ে অনেকটাই সুস্থ তিনি।
রবিবার (২৮ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ের সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন একটি ভিডিও পোস্ট করেছেন। প্রকাশিত সোয়া দুই মিনিটের ওই ভিডিওটিতে দেখা গেছে, ওবায়দুল কাদের সুইমিং পুলের পাড় ঘেঁষে হেঁটে চলছেন। তার পাশে ছিলেন ব্যক্তিগত কর্মকর্তা সুখেন।
শেখ ওয়ালিদ ফাইয়াদ জানান, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে এখন সিঙ্গাপুরে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে সেখানে বসবাস করছেন মন্ত্রী। এই বাসা থেকেই চিকিৎসার ফলোআপে আছেন তিনি। বাসাটির নিচে সীমানা প্রাচীরের মধ্যে রয়েছে একটি সুইমিং পুল। তার পাশ দিয়েই প্রতিদিন কিছু সময় হাঁটেন এই নেতা। তবে ফলোআপে থাকায় এখনো দেশে ফেরার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
ওবায়দুল কাদের চলতি মাসের শেষ দিকে দেশে ফিরছেন বলে শোনা গিয়েছিল। তবে দেশে ফিরলে চেকআপের জন্য আবার সিঙ্গাপুর যেতে হতো তাকে। সে কারণে একেবারে চেকআপ শেষ করেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছে একটি সূত্র।
উল্লেখ্য, গত ৩ মার্চ হঠাৎ অসুস্থ হলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। পরে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য বিগত ৪ মার্চ ওবায়দুল কাদেরকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। এক মাস চিকিৎসা শেষে বিগত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৩৬ ● ৩৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ