শ্রীলংকায় বিস্ফোরণের মূলহোতা হাশেম নিহত: সিরিসেনা

প্রথম পাতা » জাতীয় » শ্রীলংকায় বিস্ফোরণের মূলহোতা হাশেম নিহত: সিরিসেনা
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০১৯


---

সাগরকন্যা আন্তর্জাতিক ডেস্ক॥

শ্রীলংকায় একযোগে বিস্ফোরণে মূল ভূমিকা রাখা হাশেম সাংগ্রি লা হোটেলে হামলার সময় নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিলা সিরিসেনা। গতকাল শুক্রবার সাংবাদিকদের তিনি এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশটির বিলাসবহুল হোটেলে সঙ্গী ইলহামকে সঙ্গে নিয়ে হামলা চালিয়েছেন হাশেম। সিসিটিভির ফুটেজ ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি এসব কথা বলেন। হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক এস্টেট। এ হামলায় ২৫০ জনের বেশি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই শ্রীলংকার খ্রিস্টান। এ ছাড়া ৩৯ জন বিদেশিও রয়েছেন। ৪০ বছর বয়সী হাশেমকে জীবিত ধরতে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি চালিয়েছে। আইএসের ভিডিওতেও তাকে দেখা গেছে। এতে আইএস খলিফা আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি বাকিদের শপথ পড়াচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৫০:৪২ ● ৩৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ