বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বাবুগঞ্জে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল এবং ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ ও ফারজানা বিনতে ওহাবকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৃহস্পতিবার শপথ গ্রহণ শেষে বাবুগঞ্জ আসলে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ উপজেলার ৪৭টি সংগঠনের পক্ষ থেকে তাদের নজিরবিহীন ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এসময় ফুলে ফুলে ঢেকে যায় উপজেলা অডিটোরিয়াম ও পরিষদের হলরুম। বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সিনিয়র সহ-সভাপতি শাহিনুল ইসলাম সিকদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চিশতির পরিচালনায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামসুজ্জামান সোহেল, আকতারুজ্জামান মিলন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মফিজুর রহমান পিন্টু, যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাভলু, মাধাবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মাসুম মৃধা প্রমুখ। এসময় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ ও আওয়ামী লীগের উপজেলা এবং ৬ ইউনিয়ন কমিটির পক্ষ থেকে পৃথক ফুলেল শুভেচ্ছা ছাড়াও পেশাজীবী সংগঠন বরিশাল বিমানবন্দর প্রেসক্লাব, বাবুগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ইউনিয়ন পরিষদ, উপজেলা শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, ইসলামী আন্দোলন, ব্যবসায়ী সমিতি, সপ্তবর্ণ পাঠাগারসহ ৪৭টি সংগঠনের পক্ষ থেকে ওই ফুলেল গণসংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে সেখানে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেয়। এর আগে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভারপ্রাপ্ত ইউএনও নুসরাত জাহান খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা মাহমুল হাসিব, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার লুনা, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মহসিন হাওলাদার প্রমুখ। এসময় উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বাবুগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনসহ প্রধানমন্ত্রীর সেবা জনগণের কাছে পৌঁছে দিয়ে একটি জনবান্ধব উপজেলা পরিষদ গড়ার অঙ্গীকার করেন।