গাজীপুরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

প্রথম পাতা » ঢাকা » গাজীপুরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই
মঙ্গলবার ● ২২ জানুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

গাজীপুর সাগরকন্যা প্রতিনিধি॥
গাজীপুর শহরে এক অটোরিকশা চালকের লাশ পাওয়া গেছে; যাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কলের বাজার ভূইয়া বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই পরিমল বিশ্বাস জানান। নিহত আমিনুল ইসলাম রনি (২৮) চাঁদপুর সদরের বাখরপুর এলাকার মুক্তিযোদ্ধা মো. আবদুল মতিন গাজীর ছেলে। নিহতের ছোট ভাই রুবেল বলেন, তিন মাস আগে তার ভাই ওমান থেকে ছুটিতে দেশে আসে। গাজীপুর শহরের ছোট দেওড়া পূর্বপাড়া এলাকার একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতো সে। ছুটি শেষে আবার ওমান ফিরে যাবার কথা ছিল। এ সময়টা কাজে লাগাতে সে একটি অটোরিকশা কিনে ভাড়ায় চালাতে শুরু করে। সোমবার বিকালে তার ভাই অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না বলে জানান রুবেল। তিনি বলেন, রাত ১০টা পর্যন্ত তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যায়নি। পরে তারা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সকালে পুলিশের ফোন পেয়ে ভাইয়ের লাশ শনাক্ত করা হয়। এসআই বলেন, গাজীপুর মহানগরের ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বকবুল হোসেনের কাছে খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করেন। সেখানে পাওয়ো একটি মোবাইল থেকে ফোন করে নিহতের স্বজনদের খবর দেওয়া হয়। নিহতের গলায় দঁড়ি প্যাঁচানো ছিল। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে।

এফএন/এনইউবি

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৩৭ ● ৯৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ