কাউখালী উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন জেপি নেতা মনু মিঞা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালী উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন জেপি নেতা মনু মিঞা
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০১৯


---

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে উপজেলা চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে পিরোজপুরের কাউখালী উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান ও জাতীয় পার্টি(জেপি) নেতা মোঃ আবু সাইদ মিঞা মনু শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে পঞ্চম উপজেলা নির্বাচনের নবনির্বাচিত এসব প্রার্থীদের (জনপ্রতিনিধি) শপথবাক্য পাঠ করান বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম,বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো.শাহাবুদ্দিন খান, ডিজিএফআই’র পরিচালক কর্নেল জি এম শরিফুল ইসলাম, র‌্যাব-৮ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আতিকা ইসলামসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।
গত ৩১মার্চ অনুষ্ঠিত কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় চেয়ারম্যান পদে অংশ নিয়েছিলেন মো. আবু সাইদ মিঞা মনু।
আবু সাইদ মিঞা মনু জাতীয় পার্টি জেপি’র মনোনীত প্রার্থী হিসেবে কাউখালী উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করে বিপুল ভোটে কাউখালী উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি ও কাউখালী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসিকে পরাজিত করেন।
তিনি জাতীয় পার্টি জেপি’র মনোনীত প্রার্থী হিসেবে বাই সাইকেল প্রতীক নিয়ে ১১ হাজার ১৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ধ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কাজী রুহিয়া বেগম নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৬৭১ ভোট পান।
এছাড়া  একই অনূষ্ঠানে কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন এবং মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার নিজ নিজ ভাবে লিখিত শপথ বাক্য পাঠ করেন।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৩৩ ● ৫০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ