আমতলীতে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার
বুধবার ● ২৪ এপ্রিল ২০১৯


প্রতীকী ছবি

আমতলী সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী ও আঠারোগাছিয়া গ্রাম থেকে ৫৭ পিস ইয়াবাসহ মঙ্গলবার রাতে আশ্রাব বিশ্বাস ও মিরাজ খাঁন নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের নিজাম বিশ্বাসের ছেলে আশ্রাব বিশ্বাস ও আঠারোগাছিয়া গ্রামের আর্শে¦দ খাঁনের ছেলে মিরাজ খাঁন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আশ্রাবকে তার বাড়ী থেকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশী করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে। অপর দিকে মিরাজ খাঁনকে তার বাড়ী থেকে ৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। এদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। বুধবার পুলিশ তাদেরকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলাম বাদল বলেন, দুই মাদক বিক্রেতাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৭:৫৯ ● ৯৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ