দশমিনায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯


---

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর দশমিনায় সারা দেশের ন্যায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়।  হাসপাতাল চত্ত্বর থেকে বের হয়ে বর্ণাঢ্য র‌্যালিটি শহরেরর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুরস্থলে শেষ করে। হাসপাতালের নতুন ভবনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা.মো. গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, ডা. রোকনুজ্জামান, ডা. অনিক মিত্র, ডা. উয়সাল সানী, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন, পিএম রায়হান বাদল ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। জাতীয় পুষ্টি সপ্তাহ নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’। নানা ধরনের অপুষ্টি হ্রাস করতে জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনাতে সূচক ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে শিশু জন্মের প্রথম এক ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানোর হার ৮০ শতাংশে উন্নীত করা, ছয় মাসের কম বয়সী শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর হার বাড়িয়ে ৭০ শতাংশে উন্নীত করা, পাঁচ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার কমিয়ে ২৫ শতাংশ করা। এছাড়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে মারাত্মক তীব্র অপুষ্টির হার কমিয়ে এক শতাংশের নিচে আনা অন্যতম লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৫:৩৪ ● ৩৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ