কাউখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯


---

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
কাউখালী উপজেলায় ৭শ’ ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ এর ২০১৯-২০ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
কাউখালী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:০০ ● ৪৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ