মুকসুদপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম পাতা » ঢাকা » মুকসুদপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯


প্রতীকী ছবি

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥
গোপালগঞ্জের মুকসুদপুরে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক জামাল শেখের (৩৫) বিরুদ্ধে। এ ব্যাপারে সোমবার মুকসুদপুর থানায় ধর্ষণের চেষ্টা একটি মামলা দায়ের হয়েছে। ওই ছাত্রী মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বিশ্বম্ভবর্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।

ওই ছাত্রীর পরিবারের অভিযোগে জানা যায়, গত ১৯ এপ্রিল শুক্রবার ভোরে বরইতলা গ্রামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রী মক্তব থেকে পড়া শেষ করে বাড়ী ফিরছিল। এ সময় একই গ্রামের রাজু শেখের ছেলে জামাল শেখ (৩৫) ওই ছাত্রীকে ফ্্ুস্লিয়ে পার্শবর্তী ঝোপে নিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী বাড়ীতে এসে অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল পাশা জানান, থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের হয়েছে। মামলা নং ২৬, তারিখ ২২-০৪-২০১৯। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:১৯:৫২ ● ৪৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ