চাঁদাবাজ সন্ত্রাসী মাদকসেবীদের আওয়ামী লীগে স্থান নেই…এমপি মহিব

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চাঁদাবাজ সন্ত্রাসী মাদকসেবীদের আওয়ামী লীগে স্থান নেই…এমপি মহিব
সোমবার ● ২২ এপ্রিল ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
পটুয়াখালী ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবকে গণ সংবর্ধণা দেয়া হয়েছে। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনসহ কলাপাড়া পৌরসভা এ সংবর্ধনা দিয়েছে। সোমবার বিকেলে শহীদ শেখ কামাল অডিটরিয়াম মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধণা দেয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, যুবলীগ সভাপতি নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির প্রমুখ। সন্ধ্যার পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনের মূল অভিভাবক। আমি তার একজন সেবক মাত্র। তার নির্দেশিত উন্নয়ন কাজকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোগান্তি হয় এমন কোন কাজ করা যাবে না। চাঁদাবাজি, সন্ত্রাসী, সালিশ বাণিজ্য, মাদকের মতো সমাজবিরোধী কাজে যারা যুক্ত হবেন তাদের স্থান আওয়ামী লীগে নেই। আওয়ামী লীগের এই ঘাঁটিকে আরও মজবুত করতে হবে। সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজ করলে কাউকে ছাড় দেয়া হবে না। এমপি বলেন জনদুর্ভোগ লাঘবে সেবার মানসিকতা সবাইকে এক যোগে কাজ করতে হবে। এমপি মহিব আরও বলেন, সকল বিবেধ ভুলে দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। দুর্দিনের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সামাজিক নিরাপত্তা বেস্টনির সকল কার্যক্রম দুর্নীতিমুক্তভাবে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করতে হবে। সরকারি সকল খালে জনগণের মাছ আহরণের সুযোগ থাকতে হবে। দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কলাপাড়া-রাঙ্গাবালী হবে একটি আদর্শ মডেল সংসদীয় আসন। আগামি দিনগুলো জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনে গণশুনানির উদ্যোগ নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:২৯:২২ ● ৫০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ