বানারীপাড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু, মামলা দায়ের
প্রথম পাতা »
বরিশাল »
বানারীপাড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু, মামলা দায়ের
বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়ায় আরিফ হোসেন সুজন নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাতে পৌর শহরের ৮নং ওয়ার্ডের কুন্দিহার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই রাতেই বরিশাল পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দল রকিব ও অতিরিক্ত পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আকরামুল হাসান ঘটনাস্থল পরিদর্শন ও আরিফের লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট শেষে পর দিন সকালে ময়না তদন্তর জন্য বরিশাল সেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
এ ঘটনার এক দিন পর আরিফ হোসেনের মা সাহানা বেগম বাদী হয়ে সন্দেহজনক ভাবে একই এলাকার ১২ জনকে নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাদী সাহানা বেগম’র দায়ের করা ওই মামলায় উল্লেখ করেছেন, শনিবার রাত সোয়া ৯টার দিকে তিনি পাশর্^বর্তী রহিম মালের বাড়িতে টিভি দেখতে যান। এ সময় তিনি তার একমাত্র ছেলে আরিফ হোসেনকে (২০) পুকুর পারে মোবাইল ফোনে গেমস খেলতে দেখে যান। পরে তিনি রাত সাড়ে ১০টার দিকে রহিম মালের বাড়ি থেকে টিভি দেখে নিজ বাড়িতে ফিরে তার ছেলে আরিফ হোসেনকে ঘরের খাটের ওপর বুকে হাত রেখে যন্ত্রণায় কাতরাতে দেখতে পান। এ সময় আরিফ তাকে জানান, ওরা আমাকে শেষ করে দিয়েছে, আমাকে বাচাও, আমাকে হাসপাতালে নিয়ে যাও। ছেলের যন্ত্রণা দেখে তিনি পাশের ঘর থেকে তার বোনের ছেলে সুজনকে ডেকে এনে দ্রুত আরিফকে রিক্সাযোগে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়ীত্বে থাকা চিকিৎসক ডা. সোনিয়া খানম তাকে বিভিন্ন রকম পরীক্ষা-রিরীক্ষা করে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে বাদী সাহানা বেগমের ধারণা, দীর্ঘ দিন ধরে তার সাথে পাশর্^বর্তী আতিকুর রহমান মিঠু ও হিমেল খানদের সঙ্গে জমি সংক্রান্ত হামলা-মামলার পাশাপশি পূর্ব বিরোধ চলে আসাছিল। তারা এর জের হিসেবে পূর্ব পরিকল্পিত ভাবে ২০ এপ্রিল রাত সোয়া ৯টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে আরিফকে যে কোন উপায়ে হত্যা করার ঘটনা ঘটালে সে গুরুতর অসুস্থ্য হয়ে পরে। এ অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে তার মুত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় দায়ের করা মামলার বাদী সাহানা বেগম, তার এক মাত্র ছেলে আরিফ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান বলেন, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই আরিফ হত্যার বিষয়টি নিশ্চিৎ করে বলা যাবে। এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫:২০:৪১ ●
৪২৩ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)