দেশে এখন বিদ্যুতের আর কোনো ঘাটতি নেই: জ্বালানী প্রতিমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » দেশে এখন বিদ্যুতের আর কোনো ঘাটতি নেই: জ্বালানী প্রতিমন্ত্রী
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০১৯


---

ঢাকা সাগরকন্যা অফিস॥
বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুু বলেছেন, দেশে এখন একের পর এক আধুনিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। বিদ্যুতের এখন আর কোনো ঘাটতি নেই। শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে আধুনিক স্পিডবোট হস্তান্তর ও সুধী সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কেরানীগঞ্জ উপজেলার দুটি থানাকে নতুন নকশার মাধ্যমে ১০ তলা ভবন করা হবে। ইতোমধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জন্য রাজউকের ঝিলমিল প্রকল্পে ৫০ শতাংশ জমি ক্রয় করা হয়েছে। আধুনিক নকশার কাজ চলছে। এ ছাড়া বুড়িগঙ্গা নদীতে যেনো কোনোভাবে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা না ঘটে সেজন্য থানা পুলিশকে আধুনিক স্পিডবোট দেওয়া হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাকা বিভাগের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান ও তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া।

বাংলাদেশ সময়: ১৮:০৫:৩৭ ● ৪৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ