বরিশালে মন্দিরের ছয়টি প্রতিমা ভাংচুর

প্রথম পাতা » বরিশাল » বরিশালে মন্দিরের ছয়টি প্রতিমা ভাংচুর
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০১৯


---

বরিশাল সাগরকন্যা অফিস॥
বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব পতিহার গ্রামের সরকার (শীল) বাড়িতে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের ৬টি প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ ও পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা। মন্দির কমিটির সভাপতি পরান চন্দ্রশীল বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে শুক্রবার আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, মামলা নং-১১। স্থানীয়, মামলা ও মন্দির কমিটির সভাপতি পরান চন্দ্রশীল সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব পতিহার গ্রামের সরকার(শীল) বাড়িতে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির স্থাপন করে ৭০ বছর ধরে পূজা-অনুষ্ঠান করে আসছেন সরকার বাড়িসহ স্থানীয়রা হিন্দু সম্প্রদায়ের লোকজন। বৃহস্পতিবার গভীর রাতে রাধা গোবিন্দ মন্দিরের পাকা ভবনের তালা ভেঙ্গে ভিতরের ঢুকে রাধা-কৃ, গৌর-নিতাই, লক্ষ্মী-নারায়নসহ ৬টি প্রতিমা ভাংচুর করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা প্রতিমার গায়ের স্বর্নের টিকলী, টিপসহ নগদ ৩-৪হাজার টাকা, থালা, কলস, প্রদীপ, ঘট, পঞ্জ প্রদীপ, কোশা-কুশিসহ প্রায় ২০কেজি পিতলের পূজার সরঞ্জমাধী নিয়ে যায়। শুক্রবার সকালে একই বাড়ির মৃতু সন্তোষ চন্দ্র শীলের স্ত্রী আরতি রানী শীল মন্দিরের প্রনাম দিতে এসে মন্দিরের তালা ভাঙ্গা ও তিনটি স্যান্ডেল দেখতে পেয়ে চিৎকার দিয়ে বাড়িরলোকজনকে জানান। এ খবর জানতে পেয়ে স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ ঘটনা স্থল পরিদর্শন করেন। এ সময় দ্রুত দোষীদের খুজে বের করে আইনের আওয়ায় আনার নির্দেশ দেয় পুলিশ প্রশাসনকে। এসময় বরিশাল দায়িত্ব প্রাপ্ত পুলিশ সুপার রাকিব হাসান, গৌরনদী সার্কেল সহকারী পুলিশ সুপার আবদুর রব হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, আগৈলঝাড়া থানা ওসি মো.আফজাল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নকিব আকরাম ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিপুল দাস। এব্যাপারে আগৈলঝাড়া থানা ওসি মো.আফজাল হোসেন বলেন, মন্দির কমিটির সভাপতি পরান চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে, যার নং-১১(১৯-৪-২০১৯)। তদন্ত করে দুষিদের গ্রেফতার করে আইনের মুখো মুখি দার করিয়ে বিচার করা হবে। গৌরনদী সার্কেল সহকারী পুলিশ সুপার আবদুর রব হাওলাদার সাংবাদিকদের বলেন, প্রতিমা ভাংচুরে সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক দাস্তি দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:৫৫ ● ৪০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ