সাংবাদিকরা হলেন টোকাই’র বাচ্চা..!
প্রথম পাতা »
সর্বশেষ »
সাংবাদিকরা হলেন টোকাই’র বাচ্চা..!
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০১৯
অতুল পাল, বাউফল সাগরকন্যা প্রতিনিধি॥
স্থানীয় সাংবাদিকদের টোকাইর বাচ্চা বলে কুটক্তি করেছেন বাউফল ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবদুর রউফ। এনিয়ে সাংবাদিকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, দেশ ব্যাপী ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সকল হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের জাতীয় স্বাস্থ্য সেবা পালিত হচ্ছে। সরকারের নির্বাহী আদেশে শুক্রবার বন্ধের দিন সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিশেষ সেবা অব্যহত থাকবে। কিন্তু বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র ছিল ভিন্ন। সকাল সাড়ে ১০ টায় স্থানীয় কয়েকজন সাংবাদিক ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেডিকেল অফিসার ডা. এ.এস.এম. সায়েমকে ছাড়া অন্য কোন ডাক্তার দেখতে পাননি। কিছুক্ষণ পরে আসেন মেডিকেল অফিসার ডা. আক্তারুজ্জামান। ওই সময় আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার আবদুর রউফ তার বাসায় চেম্বার করছিলেন। বিষয়টি তখন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিকে সাহাকে মোবাইল ফোনে অবহিত করা হয়। ডা. পিকে সাহা ওই সময় বরিশাল থেকে বাউফলে কর্মস্থলে আসছিলেন। তিনি ওই সময়ই আরওএম ডা. আবদুর রউবকে মোবাইল করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্্ের যাওয়ার নির্দেশ দেন। এরপর বেলা ১১ টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্্ের আসেন। এরমধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিকে সাহাও স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছান। এরপর তার অফিস কক্ষে সকল ডাক্তারদের ডেকে নেন এবং কৈফিয়ত তলব করেন। এসময় উত্তেজিত হয়ে আরএমও ডা. আবদুর রউব স্থানীয় সাংবাদিকদের বিপক্ষে আপত্তিকর কথা বলেন। এক পর্যায়ে তিনি সাংবাদিকদের টোকাইয়ের বাচ্চা বলে অবহিত করেন। একথা বাহিরে প্রকাশ হলে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিকে সাহার সাথে যোগাযোগ করা হলে, তিনি ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে ওই ডাক্তারের বিরুদ্ধে কোন ধরণের ব্যবস্থা নেননি। এবিষয়ে বাউফল প্রেসক্লাবের আহবায়ক হারুন অর রশিদ জানান, বিষয়টি সম্পর্কে ভালভাবে অবহিত হওয়ার পর পরবর্তী কার্যক্রম হাতে নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:২৮:৫১ ●
৬৪৯ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)