দশমিনা-উলানিয়া সড়ক যেন মরণ ফাঁদ

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনা-উলানিয়া সড়ক যেন মরণ ফাঁদ
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০১৯


---

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালী দশমিনা-উলানিয়া সড়ক না যেন মরণ ফাঁদে পরিনত হয়েছে। সড়ক সংস্কার কাজ শেষ হতে না হতেই সড়কের কারপিটিংপিচ উঠে খানা খন্দের সৃষ্টি হওয়ায় যান চলাচলের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে ।
সংশ্লিষ্টি সূত্রে জানা যায়, একনেগের অর্থায়নে ১শ” কোটি টাকা ব্যায়ে সড়ক ও জনপদ বিভাগের অধীনে  দুমকির লেবুখালী-বাউফল-দশমিনা ও গলাচিপার উলানিয়া পর্যন্ত ১শ” কিঃ মিঃ আন্তঃ উপজেলা সড়ক  সংস্কারের কাজ সম্প্রতি শুরু হয়। চলতি বছরের শুরুতে দশমিনা-উলানিয়া প্রায় ১৭কিঃমিঃ সড়ক সংস্কারের কাজ শুরু হয়। স্থানীয়রা জানিয়েছেন, গতমাসে শেষ হয়েছে সড়ক সংস্কারের কাজ।
সরেজমিনে দেখা যায়, সদ্য সমাপ্ত সড়ক সংস্কার কাজ শেষ হতে না হতেই পুরো সড়কটির  কারপিটিংপিচ উঠে খানা খন্দের সৃষ্টি হওয়ায় সড়ক না যেন মরণ ফাঁদের পরিনত হয়েছে। দেখলে মনে হবে এ যেন মাটির সড়ক। কথা হয় উপজেলার আরজবেগী গ্রামের সাইদুর রহমান সাইদ, বীরমুক্তিযোদ্ধা লাল মিয়া ও খলিল হাওলাদারের সাথে। তারা অভিযোগ করে বলেন,  এতটাকা খরচ করে রাস্তা সংস্কার করে কি লাভ হলো। এর চেয়ে আগেই ভালো ছিলো।  একটুক বাতাস হলে ধুলো বালিতে একাকার হয়ে যায় সড়ক সংলগ্ন বাসাবাড়ি। এ ব্যাপারে পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নিবার্হী প্রকৌশলী শাহ মোহাম্মদ শামশ মোকাদ্দেস মুঠোফোনে বলেন,দশমিনা-উলানিয়া সড়কটির সদ্য সমাপ্তি সংস্কারের কাজের সড়কের কারপিটিংপিচ উঠে গেছে বলে শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪০:১৯ ● ৪৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ