প্রধানমন্ত্রীর ব্রুনাই সফরে ৭ সমঝোতা স্মারক সই হবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » প্রধানমন্ত্রীর ব্রুনাই সফরে ৭ সমঝোতা স্মারক সই হবে: পররাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯


এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন

ঢাকা সাগরকন্যা অফিস॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি ২১ এপ্রিল তিন দিনের সফরে ব্রুনাই যাচ্ছেন। দেশটির সুলতান হাসানাল বলখিয়ার আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি। সফরকালে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক হবে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাই সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ব্রুনাই সফরকালে দু’দেশের মধ্যে সাতটি সসমঝোতা স্মারক সই হবে। এসব সমঝোতার মধ্যে কৃষি, সংস্কৃতি ও শিল্প, যুব ও ক্রীড়া, মৎস্য, পশু সম্পদ, জ¦ালানি খাত রয়েছে। ড. মোমেন বলেন, ব্রনাই সফরকালে দু’দেশের মধ্যে জ¦ালানি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খাদ্য, প্লেন যোগাযোগ, মানবসম্পদ উন্নয়ন, পর্যটন ও কারিগরি সমস্যা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। ব্রুনাই সফর শেষে আগামি ২৩ এপ্রিল ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৩:২২:১৭ ● ৪৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ