কলাপাড়ায় পনের’শ শিশু শিক্ষার্থীর মাঝে নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পানির বোতল বিতরণ

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় পনের’শ শিশু শিক্ষার্থীর মাঝে নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পানির বোতল বিতরণ
বুধবার ● ১৭ এপ্রিল ২০১৯


কলাপাড়ায় পনের’শ শিশু শিক্ষার্থীর মাঝে নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পানির বোতল বিতরণ

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

নিরাপদ পানি সংরক্ষন ও বহন, স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যাবহার নিশ্চিত করতে পটুয়াখালীর ১১টি বিদ্যালয়ের পনের’শ শিক্ষার্থীর মাঝে বিতরন করা হয়েছে স্বাস্থ্য সম্মত নিরাপদ পানির বোতল। পাশাপাশি ১২টি বিদ্যালয়ের গভীর নলকুপ ও টয়লেট আদুনিকরন করা হয়েছে। পানি সংরক্ষনের জন্য তিনটি বিদ্যালয়ে বসানো হয়েছে পানির পাম্প।
বাংলাদেশ রি-জেনারেশন ট্রাস্ট ইউকে’র আর্থিক সহায়তায় কলাপাড়া প্রাথমিক শিক্ষা অফিসের তদারকিতে এসব উপকরন বিতরন করেছে বেসরকারী প্রতিষ্ঠান গ্লোবাল উন্নয়ন সংস্থা। বৃহস্পতিবার, সোমবার এবং মঙ্গলবার এসব উপকরন বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল আহমেদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, গ্লোবাল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ইজাজ আহমেদসহ সংশ্লিস্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
গ্লোবাল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ইজাজ আহমেদ বলেন, সরকার দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের পুস্টি সমৃদ্ধ বিস্কুট প্রতিদিন বিতরন করছে। যা শিশুদের পুষ্টির অভাব পুরন করছে। এ বিস্কুট খাবার পরে প্রচুর পানি পান করলে শিশুদের পুষ্টিগুন আরো বৃদ্ধি পাবে। তাই নিরাপদ পানি সংরক্ষন ও বহন করার জন্য শিশুদের মাঝে পানির বোতল বিতরন করা হয়েছে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪১:৩৪ ● ৪৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ