বানারীপাড়ায় ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০১৯


বানারীপাড়ায় ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বানারীপাড়ায় এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করে ভারতে পাচার চেষ্টা মামলার ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করার পাশাপশি আদালতে ২২ ধারায় জবানবন্ধি রেকর্ড করা হয়েছে। অপরদিকে এ মামলার দায়ের করার ৩৬ ঘন্টা পরেও আসামীরা পুলিশের ধরাছোয়ার বাইরে রয়েছে।
রোববার সন্ধ্যা ৭টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমানের নেতৃত্বে টুঙ্গিপাড়া উপজেলার মধুখালী গ্রামের নতুন বাজারের বটতলা এলাকা থেকে ওই ছাত্রীকে  উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই রাতেই স্কুল ছাত্রীর পিতা মো. আছলাম বেপারী বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় একটি অপহরণ ও ধর্ষন মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান বলেন, এ মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য এস.আই শাহানুর মিয়াকে নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই শাহানুর মিয়া সোমবার সকালে আদালতে ভিকটিমকে ২২ ধারায় জবানবন্ধি রেকর্ড করানোর পাশাপশি শেবাচিম হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেন। থানায় মামলার দায়ের করার ৩৬ ঘন্টা পরেও আসামীরা পুলিশের ধরাছোয়ার বাইরে রয়েছে।
জানা গেছে, ১০ এপ্রিল সকাল ৯টায় উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া এলাকার বখাটে পান বিক্রেতা লব হালদার (২৫) তার ৫/৬ জন সহযোগী নিয়ে পাশর্^বর্তী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী (১৪)কে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে। এ ঘটনায় ওই দিন বিকেলে স্কুল ছাত্রীর পিতা আসলাম বেপারী বাদী হয়ে প্রথমে ৪ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে রোববার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি খলিলুর রহমানের নেতৃত্বে ভারতে পাচার করার চেষ্টাকলে টুঙ্গিপাড়া থানার মধুখালী গ্রামের নতুন বাজারের বটতলা এলাকা থেকে অপহ্নিত স্কুল ছাত্রীকে উদ্ধার করেন। এ সময় থানা পুলিশের কাছে উদ্ধারকৃত ছাত্রী একই এলাকার লব হালদারের বিরুদ্ধে ধর্ষন ও ওই দিন রাতেই তাকে ভারতে পাচার করার চেষ্টা করেছিল বলে জানান। রোববার রাতে এ ঘটনায় মো. আছলাম বেপারী বাদী হয়ে নতুন করে ৬ জনকে আসামী করে থানায় একটি অপহরণ ও ধর্ষন মামলা দায়ের করেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান বলেন, স্কুল ছাত্রী অপহরন ও ধর্ষন ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে। অচিরেই তাদের বিরুদ্ধে গ্রেফতার পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩১:০৯ ● ৫০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ