মহিপুরে জেলেদের নিয়ে পুলিশের মাদক বিরোধী সমাবেশ

প্রথম পাতা » লিড নিউজ » মহিপুরে জেলেদের নিয়ে পুলিশের মাদক বিরোধী সমাবেশ
সোমবার ● ১৫ এপ্রিল ২০১৯


---

মহিপুর সাগরকন্যা প্রতিনিধি॥
মহিপুরে পুলিশের উদ্যোগে জেলে ও ট্রলার মালিকদের নিয়ে একটি মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহিপুর থানার ওসি মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে সোমবার শেষ বিকেলে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ মইনুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জালাল আহম্মেদ, কলাপাাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ মালেক আকন, কুয়াকাটা আলীপুর মৎস্য আড়দার মালিক সমিতির সভাপতি ও লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, মহিপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদ, মহিপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি মোঃ ফজলু গাজী, ফিসিং ট্রলার মালিক মলিক সমিতির সভাপতি মোঃ মালেক হ্ওালাদার, ফিসিং ট্রলার মাঝি সমিতির সভাপতি মোঃ মন্নান মাঝি, মহিপুরের ফিসিং ট্রলারের সকল মাঝি ও জেলেরা। প্রধান অতিথির বক্তব্যে বলেন, জেলেদের মাদকমুক্ত থাকতে হবে এবং জেলেদের পরিচয় ফরম পূরণ করে সকলকে থানায় জমা দিতে হবে। মাদক কারবারিরা জেলে পরিচয় ছদ্মবেশে ফিসিং ট্রলারে উঠে বঙ্গোপসাগরে সাগরে গিয়ে জেলেদের জিম্মি করে মায়ানমার সিমান্তে প্রবেশ করতে বাধ্য করে এবং ট্রলারে মাদক বহন করে। এ কারনে সকল জেলেদের কে সতর্ক থাকার নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ২০:৪০:২২ ● ৫৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ