গলাচিপায় দুই গ্রুপে সংঘর্ষ, মহিলাসহ আহত ১৫

প্রথম পাতা » সর্বশেষ » গলাচিপায় দুই গ্রুপে সংঘর্ষ, মহিলাসহ আহত ১৫
শনিবার ● ১৩ এপ্রিল ২০১৯


প্রতীকী ছবি

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
গলাচিপায় জেলেদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ প্রায় ১৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের উত্তর পক্ষিয়া গ্রামের বেড়িবাধের বাহিরে চরে শুক্রবার শেষ বেলায়। এ ঘটনায় গুরুতর আহত ৮জনকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন রুবেল গাজী(৩০), রতন গাজী(৪০), মোসলেম গাজী(৩৫), তহমিনা(৩৮) , ইদ্রিস হাং (৩৭) ইমরান। আর বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী পাঠানো হয়েছে।
সূত্র জানায়, গলাচিপা সদর ইউনিয়নের চরখালী গ্রামের জেলে আইয়ুব মৃধা ও জাকির রামনাবাদ নদীতে জেগে উঠা চরগুলোতে মাছ ধরার সীমানা নির্ধারনের জন্য বাঁশ কুপে। এতে উত্তর পক্ষিয়া গ্রামের জেলেরা বাঁশগুলো তুলে ফেললে এ নিয়ে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ঘ বাঁধে। এতে প্রায় ১৫জন আহত হয়।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শ্বেদ জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেননি। তবে এখনই খোঁজ নেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:৪৮:২৭ ● ৫৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ