বানারীপাড়ায় রহস্যজনক কারণে শিশুর মৃত্যু-ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় রহস্যজনক কারণে শিশুর মৃত্যু-ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার
শনিবার ● ১৩ এপ্রিল ২০১৯


---

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়ায় রহস্যজনক কারণে এক শিশুর মৃত্যু ও কাজী হ্যাচারীর পাশের একটি মেহেগনী বাগান থেকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় বানারীপাড়া থানা পুলিশের এস.আই গাজী ওহিদুল ইসলাম উপজেলার মরিচবুনিয়া গ্রামের ব্যবসায়ী জিয়াউল হক বেপারীর মেয়ে ও কলাভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী স্বর্ণা (১০)কে নিজ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাস লাগানো অবস্থায় উদ্ধার করেন। তবে কি কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিৎ করতে পারেনি পুলিশ। মৃত্যুর কারণ উদ্ধারের জন্য শনিবার সকালে শিশু স্বর্ণার লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে শিশু স্বর্ণার পিতা মো. জিয়াউল হক বেপারী বাদী হয়ে ওই দিন রাতেই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে ওসি মো.খলিলুর রহমান জানান। শিশু স্বর্ণার ময়না তদন্তের রিপোর্ট পেলেই আসল রহস্য জানা যাবে বলেও তিনি জানান।
এদিকে একই দিন সকাল ১০টায় খবর পেয়ে এস.আই সাইফুল ইসলাম বানারীপাড়া ৫০শয্যা হাসপাতাল থেকে পাশর্^বর্তী উজিরপুর উপজেলার নারায়নপুর এলাকার মৃত. ইসলাম খানের ছেলে মিজান খান (১৮)’র লাশ উদ্ধার করেণ। এ বিষয়ে এস.আই সাইফুল ইসলাম জানান, বেশ কয়েক দিন ধরে মানুষিক ভাবে বিপর্যস্ত মিজান খানের লাশ’র সুরাতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করতে চাইলে পরিবারের পক্ষ থেকে আপত্তি দেয়ার পাশাপশি বরিশাল আদালতের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রের্ট’র নির্দেশ অনুযায়ী মিজানের লাশ পোষ্টমডেম ছাড়াই শনিবার সকালে পরীবারের কাছে হস্তান্তর করেণ। এ ঘটনায় হাসপাতালের ডাক্তার উম্মে সালমা বাদী হয়ে শুক্রবার সকাল ১০টায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন বলে  ওসি মো.খলিলুর রহমান জানান।

বাংলাদেশ সময়: ১১:২৭:৪২ ● ৪৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ