দশমিনায় ১৯বছরেই বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় ১৯বছরেই বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ
শুক্রবার ● ১২ এপ্রিল ২০১৯


---

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) থেকে॥
পটুয়াখালীর দশমিনার ভবন নির্মানের ১৯বছরে এসে ঝুকিপূর্ণ ৮০নং দক্ষিনপূর্ব দশমিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়। সরেজমিনে দেখা যায় উপজেলা সদরের ৮০নং দক্ষিনপূর্ব দশমিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধিক ঝুঁকিপূর্ন ভবনে পাঠদান চালিয়ে যাচ্ছে শিক্ষকরা। বিদ্যালয়ের ভবনটি ১৯৯৯-২০০০ অর্থ বছরে নির্মান করা হয় । বর্তমানে ভবনটির ছাদের প্লষ্টার খসে পড়ে বিমগুলো বেড়িয়ে রয়েছে দেয়ালে দেখা গেছে বড় বড় ফাটল । সামন্য বৃষ্টি হলে ছাদ চুষে শেনী কক্ষে পরে পানি। ফলে বৃষ্টি হলে বিদ্যালয় ছুটি দিতে হয়।  বিদ্যলয়ে বর্তমানে প্রায় দু’শতাধিক ছাত্র ছাত্রী রয়েছে। বিদ্যালয়ে দু’সিফটে ক্লাস চলে। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে এধরনে তথ্য ও চিত্র পাওয়া যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মাহফুজা রহমান বলেন, বরগুনা জেলার তালতলীতে শ্রেনী কক্ষের বিমভেঙ্গে ছাত্রী নিহতের ঘটনায় ছাত্র ছাত্রীরা ঝুকি ভবনে ক্লাস করতে চাচ্ছেনা। অতিরিক্ত শ্রেনী কক্ষ না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাক্ষ মাও. একেএম মোসলেম উদ্দিন বলেন, পুড়ো ভবনটি যে কোন সময় ধ্বসে পরতে পারে। সংশ্লিষ্টো কর্তৃপক্ষকে লিখিত ভাবে  অবহিত করা হয়। এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, তদারককারীদের দায়িত্বে অবহেলা ও ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করায় ভবনগুলো ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. জাহিদ বলেন, দক্ষিনপূর্ব সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনই নয় উপজেলায় ৫২টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবন নির্মাণের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৩:৩৯ ● ৪৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ