কাউখালীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
বৃহস্পতিবার ● ১১ এপ্রিল ২০১৯


কাউখালীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা,কচাঁ নদীতে মৎস্য অধিদপ্তর,কোস্ট গার্ড ও নৌ-পুলিশ যেীথ অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে কাউখালী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর,কোস্ট গার্ড ও নৌ-পুলিশ যেীথ অভিযান পরিচালনা করে।
মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ফনি ভুষন পাল জানান, ‘জাটকা মাছ নিধন প্রতিরোধকল্পে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার গোপন সংবাদে  অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন ১২হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জেলেরা যাতে এই নিষিদ্ধ সময়ে নদীতে নেমে জাটকা ইলিশ নিধন করতে না পারে সে জন্যে তাদের নিষিদ্ধ কারে জালগুলো জব্দ করা হচ্ছে।’
পরে ওই জালগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের নির্দেশে পুড়িয়ে ফেলা হয়। পুড়িয়ে ফেলা ওই জালের বাজারমূল্য কমপক্ষে আড়াই লাখ টাকা।

আরআর/এমআর

বাংলাদেশ সময়: ১২:২০:৪৬ ● ৪৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ