সিলেট সীমান্তে বিজিবি-চোরাচালানিদের গোলাগুলিতে কিশোর নিহত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সিলেট সীমান্তে বিজিবি-চোরাচালানিদের গোলাগুলিতে কিশোর নিহত
মঙ্গলবার ● ২২ জানুয়ারী ২০১৯


---

সিলেট সাগরকন্যা প্রতিনিধি॥
সিলেটের কানাইঘাট সীমান্তে চোরাচালানিদের সঙ্গে বিজিবির গোলাগুলিতে এক কিশোর নিহত হয়েছেন। সোমবার রাতের এই ঘটনায় বিজিবির চার সদস্যও আহত হয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। নিহত সিরাজ আহমদ (১৫) ওই উপজেলার সুনাতনপুঞ্জি গ্রামের আবদুল মুতলিবের ছেলে। সোমবার রাতে সুনাতনপুঞ্জি এলাকায় এই গোলাগুলি হয় বলে সুরইঘাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সুরত আলী জানিয়েছেন।
কানাইঘাট থানার ওসি আবদুল আহাদ বলেন, সন্ধ্যা ৭টার দিকে সুরইঘাট বিজিবি ক্যাম্পের একটি দল সীমান্তবর্তী সুনাতনপুঞ্জি এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাকারবারীদের আনা ২৫ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেন। এসময় শতাধিক চোরাকারবারী একত্র হয়ে সিগারেট ছিনিয়ে নিতে বিজিবির উপর পাথর ও গুলি ছুড়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সিরাজ আহমদ নামের ওই কিশোর। নিহত সিরাজের বাবা আবদুল মুতলিব সাংবাদিকদের বলেন, বিকালে সিরাজকে সুরইঘাট বাজারে কেনাকাটা করতে পাঠিয়েছিলেন তিনি। সন্ধ্যার পরে তিনি তার ছেলের মৃত্যুর খবর পান। ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ পড়ে থাকতে দেখেন। সংঘর্ষে আহত বিজিবির এসিপি সাইদ, নায়েক ইমাম, নায়েক নুর নবীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে বিজিবি জানায়।

এফএন/এনইউবি

বাংলাদেশ সময়: ৯:২০:৫৫ ● ৫৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ