বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযানে পাঁচ লক্ষ পিস ইয়াবা জব্দ, আটক-২

প্রথম পাতা » কুয়াকাটা » বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযানে পাঁচ লক্ষ পিস ইয়াবা জব্দ, আটক-২
বুধবার ● ১০ এপ্রিল ২০১৯


বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযানে পাঁচ লক্ষ পিস ইয়াবা জব্দ, আটক-২

কুয়াকাটা (মহিপুর) সাগরকন্যা অফিস॥

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ৪৫ কি:মি: দুরে  গভীর বঙ্গোপসাগর থেকে পাঁচ লক্ষ পিচ ইয়াবাসহ দু’জনকে আটক কবেছে মহিপুরের নিজামপুর কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা আ্ড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে  বঙ্গোপসাগর থেকে দুটি ইজ্ঞিন চালিত মাছ ধরা ট্রলারসহ এদের আটক করা হয়। আটককৃতরা হল জেলার কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের মোবারক শিকদারের পুত্র মোশারেফ হোসেন এবং মহিপুরের মৃত, সোহরাব শিকদারের পুত্র টিপু শিকদার।আটকৃতরা জানান আমাদের সাথে আলিপুরের ইউছুপ কমপানি চাচাতো ভাই মো: নুরইসলাম আমাদে জরিত । তারা আরো বলেন ইয়াবা পাচারের মুল গডফাদার রয়েছে আলিপুর ্ও মহিপুরের  ক্ষতিয়ে দেকলে বেরিয়ে আসবে খলেরন বিরাল ।
ল্যাফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান, স্টাফ অফিসার (অপারেশন), কোস্টগার্ড ভোলা জোন জানায়, রবিবার টেকনাফ থেকে আটক মোশারেফের মালিকাধীন এফবি মাসুম নামের ইজ্ঞিন চালিত মাছ ধরা ট্রলারে উদ্বারকৃত ইয়াবা নিয়ে টিপুসহ মহিপুরের উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে ট্রলারের ইজ্ঞিন নস্ট হলে পাচাকারী চক্রের সদস্য এফবি আলাউদ্দিন ট্রলারের মালিক আল-আমিন, সোহরাব, জহির, বেল্লাল এবং নিজাম তাদের উদ্বারে যায়। সংবাদ পেয়ে কোস্টগার্ড পায়রা বন্দর, নিজামপুর ও ভোলা কন্টিজেন্স যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে এফবি আলাউদ্দিন ট্রলারের মালিক আল-আমিনসহ সোহরাব, জহির, বেল্লাল এবং নিজাম পালিয়ে যায়। পালিয়ে যাওয়া সকলের বাড়ী মহিপুর থানার সদর ইউনিয়ন ও লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানায় কোস্টগার্ড।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২১:৩৭ ● ৫৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ