খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেবে ২০ দল

প্রথম পাতা » রাজনীতি » খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেবে ২০ দল
মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০১৯


খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেবে ২০ দল

ঢাকা সাগরকন্যা অফিস॥

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জোটগতভাবে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে ২০ দল।
সোমবার রাতে জোটের এক বৈঠকের পর সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, আজকের মঙ্গলবার সভায় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সুচিকিৎসার স্বার্থে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে। এই দাবিতে জোটগতভাবে এবং জোটের শরিক দলগুলো নিজ নিজ উদ্যোগে কর্মসূচি করার সিদ্ধান্ত হয়েছে। কী কর্মসূচি হবে, তা পরবর্তী বৈঠকে ঠিক করা হবে বলে জানান নজরুল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০ দল ও জাতীয় ঐ্ক্যফ্রন্টের মধ্যে কোনো টানাপড়েন নেই। আমরা পাশাপাশি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। তার আগে গত ৩১ জানুয়ারি জোটের বৈঠক হয়েছিল। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জমিয়তে উলামায়ে মাওলনা নুর হোসেইন কাসেমী, মাওলানা মহিউদ্দিন একরাম, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, জাগপার খন্দকার লুৎফর রহমান, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, মুসলিম লীগের শেখ জুলফিকার চৌধুরী বুলবুল, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, ইসলামিক পার্টির আবু তাহের, বিজেপির আবদুল মতিন সউদ উপস্থিত ছিলেন।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ০:৫৯:১৫ ● ৪৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ