গলাচিপায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ঝুঁকিতে

প্রথম পাতা » সর্বশেষ » গলাচিপায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ঝুঁকিতে
মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০১৯


গলাচিপায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ঝুঁকিতে

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় একটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে হেলে পড়ে থাকায় যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার  আশংকা রয়েছে। এ খুঁটির সাথে সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়।  এর ফলে সংশ্লিষ্ট এলাকায় শর্ট সার্কিট  ঘটে ভয়াবহ অগিকান্ডের আশংকা করছেন এলাকাবাসী।
স্টীলের তৈরি বিদ্যুতের খুঁটিটির মাটির নিচের অংশ মরিচা ধরে ভেঙ্গে ও হেলে থাকাবস্থায় ৭/৮ বছর ধরে লাইন দিয়ে চলছে বিদ্যুৎ সরবরাহের কাজ। উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের বিলের মাঝে সরু রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিটি ভাঙ্গা অবস্থায় এখনও হেলে পড়ে রয়েছে। এ যেন দেখার কেউ নেই। বেওয়ারিশ এ খুঁটিটির উত্তর পাশেই অবস্থিত ফুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে প্রতিনিয়ত আতংক আছে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী, কৃষিক্ষেতে কর্মরত চাষীসহ সাধারণ জনগণ । এ ভাবে চলতে থাকলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন যে কেউ। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলার কারনে নতুন খুঁটি স্থাপন করা হচ্ছে না বলে এলাকাবাসী মনে করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য হাজী মো. রাকিব মোল্লা বলেন, আসলেই খুঁটিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। অতিদ্রুত নতুন খুঁটি স্থাপন না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা উপজেলা জোনাল অফিস এর ডিজিএম মো. আনোয়ারুল ইসলাম জানান, আমি এ এলাকায় নতুন এসেছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩৮:২২ ● ৫০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ