মাদক মামলা ৩৫, আটক ৩৯ চরফ্যাশনের দুলারহাট থানা উদ্বোধনের এক বছর

প্রথম পাতা » ভোলা » মাদক মামলা ৩৫, আটক ৩৯ চরফ্যাশনের দুলারহাট থানা উদ্বোধনের এক বছর
সোমবার ● ৮ এপ্রিল ২০১৯


---

এম আমির হোসেন, চরফ্যাশন থেকে॥
চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার উদ্বোধনের এক বছর পূর্ণ হল। এক বছরে ওই থানায় ৩৫টি মামলায় মোট ৩৯জন মাদক ব্যবসায়ী-সেবক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আলোচিত মামলা হিাসবে আহম্মদপুর ইউপি‘র বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক আবদুস ছাত্তার মাল ও আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ নজরুল ইসলামসহ আহম্মদপুর স্কুল এন্ড কলেজের মাঠে নাশকতা মূলক বোমাবিস্ফোরণ করায় পুলিশ বাদী হয়ে ৬৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যার নং ১ তারিখ ৭ অক্টোর/২০১৮। দুলারহাট থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই)বাদল বলেন, আলোচিত আরেক মামলা হল নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অজ্ঞান করা হয়েছে। ওই মামলায় পুলিশ ৩ জনকে আটক করেছে। ৩ এপ্রিল/১৯ তারিখে ২ জনের বিরুদ্ধে গরু চুরির মামলা হয়েছে। ওই তারিখ থেকে এখন পর্যন্ত দুলারহাট থানায় ১৩টি গরু বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। ওই গরু গুলো দুলারহাট থানায় রয়েছে। গরু গুলো সনাক্ত করে নেয়ার জন্যে গরুর মালিকদেরকে পুলিশ অনুরোধ করেছেন। দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)মিজানুর রহমান বলেন, আজ উদ্বোধনের এক বছর পার করলাম। আগামী কাল মঙ্গলবার বিকাল ৩টায় দুলারহাট এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসাবে ভোলার পুলিশ সুপার মোক্তার হোসেন উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৮:২৩:৪৫ ● ৫৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ