সাভারে ৬ নারী ছিনতাইকারী আটক

প্রথম পাতা » ঢাকা » সাভারে ৬ নারী ছিনতাইকারী আটক
সোমবার ● ২১ জানুয়ারী ২০১৯


---

ঢাকা সাগরকন্যা প্রতিনিধি॥
ঢাকার সাভারে যাত্রীবাহী একটি বাস থেকে এক নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় ছয় নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে অন্যান্য যাত্রীরা। সোমবার দুপুরে সাভার পৌর এলাকার গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- মারুফা (৪৫), মিতু (২৫), মায়েরুন (২৬), কমলা (২৬), ফরিদা (৫০), বানেছা (৪০) ও জামেলা (৩৫)। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাছিরনগর থানার ডরমন্ডল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী একটি বাসের মধ্যে বসে থাকা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিচ্ছিলেন যাত্রীবেশী ছয় নারী ছিনতাইকারী। এ সময় বিষয়টি টের পেয়ে অন্যান্য যাত্রীরা তাদের হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে সাভার মডেল থানায় হস্তান্তর করেন। সাভার মডেল থানার এসআই আবিদ হোসেন খান বলেন, গণধোলাইয়ের শিকার ওই ছয় নারী ছিনতাইকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফএন/এনইউবি

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৩০ ● ৬১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ