চরফ্যাশনে নদীতে পড়ে নিখোঁজের ১৩দিন পর লাশ উদ্ধার

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে নদীতে পড়ে নিখোঁজের ১৩দিন পর লাশ উদ্ধার
রবিবার ● ৭ এপ্রিল ২০১৯


চরফ্যাশনে নদীতে পড়ে নিখোঁজের ১৩দিন পর লাশ উদ্ধার

চরফ্যাশনা (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি:


চরফ্যাশন-ঢাকাগামী এম.ভি.ফারহান-৫ থেকে পড়ে যাওয়ায় যাত্রী হানিফ মিয়া (৫১)কে ১৩দিন পর উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল  হক নিশ্চিত করেছেন। লাশটি অর্ধগলিত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্নফুলী-১২দিয়ে উঠতে গিয়ে মেঘনা নদী ডুবে যাওয়ার পর সন্ধান না পেয়ে ২৬ মার্চ বুধবার বিকেল ৫ টায় বেতুয়া লঞ্চঘাটে এমভি কর্নফুলী-১২ থেকে এমভি ফারহান-৫ লঞ্চে উঠার সময় মেঘনা নদীতে পড়ে যায়। ফায়ার সার্ভিসসহ খোঁজা খুজির পর তাকে
মো.হানিফ মিয়ার বাড়ি চরফ্যাশন উপজেলা জিন্নাগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডর বাসিন্দা। তিনি  করে কর্নফুলী-লঞ্চের শেষ সময় ১২ দিয়ে উঠে ফারহান লঞ্চে লাফ দেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেতুয়া লঞ্চ ঘাটে বৃহম্পতিবার বিকাল ৫টায় চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হানিফ (৪৫) কর্ণফুলী-১২ লঞ্চ থেকে লাফ দিয়ে ফারহান লঞ্চে উঠার চেষ্টা কালে নদীতে পড়ে ডুবে যায়। ফারহান-৫ লঞ্চযাত্রী কামাল চৌধুরী বলেন, লঞ্চ কর্তৃপক্ষ প্রথমে একটি বয়া ছেড়ে দেয়। পরে রশিসহ আরেকটি বয়া দিলেও হানিফ তা ধরতে পারেনি। ফলে নদীতে ভাটার ¯্রােতে নদীতে ডুবে যায় আর ভেসে উঠতে দেখা যায়নি। এ ব্যাপারে ফারহান লঞ্চের বেতুয়া ঘাটে দেখভালের দায়িত্ব নিয়োজিত ফখরুল ইসলাম বলেন, ঘটনাটি কর্ণফুলি লঞ্চের ব্যপার। ওই লঞ্চ থেকে লাফ দিয়েছিল তার আর হদিস পাওয়া যায়নি। রবিবার বেলা সাড়ে ১২টার সময় বেতুয়ার লঞ্চঘাটে নিহত হানিফের লাশ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২২:৫৫ ● ৪১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ