বাউফলে তুচ্ছ ঘটনায় যুবলীগ ও শ্রমীক লীগের দুই নেতাসহ জখম-৩

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে তুচ্ছ ঘটনায় যুবলীগ ও শ্রমীক লীগের দুই নেতাসহ জখম-৩
রবিবার ● ৭ এপ্রিল ২০১৯


বাউফলে তুচ্ছ ঘটনায় যুবলীগ ও শ্রমীক লীগের দুই নেতাসহ জখম-৩

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ায় যুবলীগ ও শ্রমীক লীগের দুই নেতাসহ তিন জন আহত হয়েছেন।  আহতদের মধ্যে দু’জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং একজনকে বরিশাল শের ই বাংলা মেডিকের কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সকালে বাউফর সদর ইউনিয়নের অলিপুরা বাজারে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, অলিপুরা বাজারে নুর হোসেন উকিলের একটি দোকান ঘর স্থানীয় জালাল সরদার ভাড়া নিয়ে দোকান করছেন।  রোববার সকাল সকাল সাড়ে ৮টার দিকে নুর হোসেন উকিল দোকানের  বকেয়া ভাড়ার টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি  হয়। এসময়  বাউফল সদর ইউনিয়ন  শ্রমীক লীগের সাধারন সম্পাদক রাসেল ও যুব লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুমন মোল্লা তাদেরকে নিভৃত করতে এগিয়ে আসলে দোকানি জালাল সরদার তাদের উপর ক্ষিপ্ত  হয়ে এলোপাতারি পিটিয়ে জখম করে। এতে রাসেলের মাথা ও সুমনের ডান হাত ভেঙ্গে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দোকানদার জালাল সরদারে ভাই সেরাজ সরদার এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তার দিকে চায়ের কেতলির গরম পানি ছুড়ে মারা হয়। এতে তার দুই হাতের কিছু অংশ ঝলসে যায়।
আহত সেরাজ সরদার অভিযোগ করেন, বাউফল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক লিটু মোল্লার ছোট ছেলে লিমন তার গায়ে চায়ের কেতলির গরম পানি ছুঁড়ে মারেন। অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা লিটু মোল্লা বলেন, তার ছেলে নয়, বরং সেরাজ সরদার চায়ের কেতলির গরম পানি ছুড়ে মারতে গিয়ে তার হাত ঝলসে যায়। আহতদের মধ্যে সেরাজ সরদার ও রাসেলকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সুমন মোল্লাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৫:৫২ ● ৫৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ